Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

একটি ওভারে মারার টার্গেট করি-মুশফিক


ভারতের বিপক্ষে ম্যাচ জয় শেষে অধিনায়ক মুশফিকুর রহিম কথা বলেন সংবাদ মাধ্যমের সাথে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন। সংবাদ মাধ্যমের সাথে মুশফিকের কথোপকথন নিচে তুলে ধরা হল-
প্রশ্ন: ভারতের বোলিং কি শেষ পর্যন্ত খারাপই প্রমাণিত হল?
মুশফিক: আমি পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে তুলনামুলক সহজ বলেছি, এর বেশী কিছু নয়।
প্রশ্ন: ভারত কি এবার টেস্টে বাংলাদেশকে ডাকবে?
মুশফিক: আরও আগেই ডাকা উচিত ছিল। তবে এর ফলে তারা প্রভাবিত হতেও পারে।
প্রশ্ন: ব্যাটিংয়ে নামার পর ভাবানা কি ছিল?
মুশফিক: জানতাম ম্যাচ কঠিন ছিল। কিন্তু নাসির থাকায় ভরসা পেয়েছি।
প্রশ্ন: তিন ওভারে ত্রিশের বেশী দরকার ছিল, তখনকার ভাবনা
মুশফিক: একটি ওভারে টার্গেট করেছি এবং সফল হওয়ায় ভালো লাগছে।
প্রশ্ন: উইকেট কেমন ছিল?
মুশফিক: উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তবে প্রথমার্ধে বল সেভাবে ব্যাটে আসেনা।
প্রশ্ন: টসে জিতে ফিল্ডিং নেয়ার কারণ
মুশফিক: এই উইকেটে ফ্লাড লাইটের আলোয় ব্যাটিং করা তুলনামুলক সহজ। প্রতিকুলতার বিরুদ্ধেও রাজ্জাক ও মাশরাফি ভালো বল করেছে।
প্রশ্ন: বিপিএলের প্রভাব আছে কিনা?
মুশফিক: ম্যাচ যত বেশী খেলা যাবে ততই ফল আসবে। সেই অর্থে তো বিপিএলের প্রভাব আছেই।
প্রশ্ন:ফাইনালের সম্ভাবনা
মুশফিক: আমরা ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। সামনে আমাদের শ্রীলঙ্কা রয়েছে তাই শ্রীলঙ্কাকে নিয়েই ভাবতে চাই।
প্রশ্ন: ধারাবাহিকভাবে ভালো করা সম্ভব কিনা
মুশফিক: চেষ্টা থাকবে ধারাবহিকভাবে ভালো খেলার।
প্রশ্ন: শচীনের শততম শতরান নিয়ে কিছু বলুন
মুশফিক: এটা তার জন্য বিরাট অর্জন।
প্রশ্ন: সাকিবের আউট সম্পর্কে
মুশফিক: এতদিন জানতাম বেনিফিট অব দ্য ডাউট ব্যাটসম্যানের পক্ষে যায়। কিন্তু আজ প্রমান হল, এটা বড় দেশের বড় ব্যাটসম্যানের পক্ষে যায়।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট