Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

গোয়েন্দা অনুপ্রবেশে বিএসএফ-এর দুঃখ প্রকাশ

শেরপুর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে বৈঠকে বসে গোয়েন্দা অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ময়মনসিংহ সেক্টর কমান্ডের উদ্যোগে নাকুগাঁও-ডালু সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বিজিবি-বিএসএফ-এর এক বৈঠকে বিএসএফ-এর শিলং মহাপরিদর্শক সুদেশ কুমার এ দুঃখ প্রকাশ করেন। এর আগে গত রোববার শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বিএসএফ-এর একজন গোয়েন্দা কর্মকর্তা বাংলাদেশে অনুপ্রবেশ করেন। সুদেশ কুমার অনুপ্রবেশকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও প্রতিশ্রুতি দেন। এছাড়া এ বৈঠকের মাধ্যমে সীমান্তে চোরাচালানসহ অন্যান্য অপরাধ কমাতে দু’পক্ষ সমর্থ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বৈঠক শেষে বিজিবি ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিরাজমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে এক পক্ষকে আরেক পক্ষের সহযোগিতার বিষয়টি আলোচনা হয়েছে। এজন্য আমাদের মধ্যে তথ্য বিনিময় করতে আমরা একমত হয়েছি। বিশেষ করে সীমান্তের ওপার থেকে আমাদের দেশে মাদক এসে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক পাচার বন্ধ করার জন্য বিএসএফসহ অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একত্রে মাঠে নামাবে বলে ভারত সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে বিএসএফ ময়মনসিংহ সেক্টরের অধীন কোন সীমান্ত এলাকায় বাংলাদেশী নাগরিকের ওপর গুলি করা হবে না বলে কথা দেয়া হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফের শিলংয়ের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রবি গান্ধী, মেঘালয় রাজ্যের তুরা সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার ভি কে চাঁদ, তুরার কমান্ডিং অফিসার অমর কুমার এক্কা, স্টাফ অফিসার বিকাশ কুমার সিং ও আসেম ইনো। বিজিবি’র পক্ষে ছিলেন ময়মনসিংহের ২৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল হ্লা হান মং, জামালপুর ৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আবদুল খবীর সরকার, মেজর সাহেদ মেহের, মেজর মো. খালেদ আক্তার, মেজর খন্দকার আবু হোরায়রা ও মেজর নাজমুল হুদা।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট