Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

বিশ্বব্যাংককে সাধুবাদ দুদক প্রধানের

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে কানাডিয়ান কোম্পানি এসএনসি লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করায় বিশ্বব্যাংককে সাধুবাদ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। আজ দুপুর ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এসএনসি লাভালিনের বিরুদ্ধে এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। পদ্মাসেতু কেলেঙ্কারির মূল হোতা এসএনসি লাভালিন। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্বব্যাংক ব্যবস্থা নেওয়ায় ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে উন্নয়ন প্রকল্পে দূর্নীতি করার সাহস পাবে না। প্রকল্পের কাজ পাইয়ে দিতে অর্থ উপদেষ্টা মশিউর রহমানের ১ শতাংশ ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ৪ শতাংশসহ মোট দশ শতাংশ ঘুষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পার্সেন্টেজের তথ্য অনেক আগের, এটা গত বছরের। এ তথ্যের ভিত্তিতেই তো দুদক অনেককে জিজ্ঞাসাবাদ করেছে। পার্সেন্টেজের বিষয়েটি কোনো প্রমাণ নয়, স্রেফ অভিযোগ। এসব অভিযোগ নিয়েই তো দুদক তদন্ত করছে। দুদক তদন্ত দলের কানাডায় যাওয়া প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, দুদক টিম এখনও ভিসা পায়নি। কানাডার আদালতে ২ কর্মকর্তার বিরুদ্ধে চলমান শুনানিতে দুদক টিম না থাকতে পারলেও আগামী শুনানিতে দুদক যাবে। বর্তমান শুনানিতে বাংলাদেশ মিশনের একজন কর্মকর্তা সেখানে অংশ নিয়েছেন। ওই দেশের আদালতের শুনানিতে কি হচ্ছে, সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট