Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

বন্ধ করে দেয়া হয়েছে বরিশাল থেকে ঢাকাগামী সকল পরিবহন

বন্ধ করে দেয়া হয়েছে বরিশাল থেকে ঢাকাগামী সকল পরিবহন। সকাল থেকেই বরিশালের নতুল্লাবাদ থেকে ছেড়ে যায়নি কোন বাস। সন্ধ্যায়ও কোন যাত্রীবাহী লঞ্চ ছাড়বে না বলে জানিয়েছে লঞ্চ মালিক সমিতি। আর এ অবস্থায় ঢাকামূখী যাত্রীরা পড়েছেন বিপাকে। হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহতের লক্ষে বরিশালের ৬টি মুক্তিযুদ্ধের স্বপেক্ষর শক্তি বৃহস্পতিবার রাতে একটি প্রতিরোধ কমিটি গঠন করে। সংগঠনগুলো হচ্ছে সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১, ঘাতক দালাল নির্মুল কমিটি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বরিশাল গ্র“প থিয়েটার ফেডারেশন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।  রাতেই এ কমিটি বৈঠক করে লঞ্চ মালিক সমিতি ও বাস মালিক সমিতির সাথে। সিদ্ধান্ত নেয়া হয় আজ সকাল থেকে বরিশাল থেকে কোন বাস ঢাকার উদ্দেশ্যে যেতে পারবে না। সে কারনে শুধু বরিশালই নয়, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, আমতলীর কোন বাস ঢাকা যেতে পারছে না। আটকে পড়েছেন শতশত যাত্রী। একইভাবে বরিশাল লঞ্চঘাটে বাধা সব লঞ্চগুলোকে নদীর মাঝে নিয়ে যাবার নির্দেশ দেয়া হয়েছে। সন্ধ্যায় কোন লঞ্চ ছাড়বে না। সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে তারা লঞ্চ চলাচল বন্ধ রাখবে। তবে লক্ষণীয় বিষয় হলো বরিশাল থেকে ঢাকামূখী লঞ্চ চলাচল বন্ধ থাকলেও আজ সন্ধ্যায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে আসবে বলে জানিয়েছে সুরভী লঞ্চ কর্তৃপক্ষ।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট