Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

হেফাজতের লংমার্চে শামীম ওসমানের সমর্থন

নারায়ণগঞ্জের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান হেফাজতে ইসলামকে সমর্থন দিয়েছেন। বুধবার রাতে নগরের চাষাঢ়ায় বাগে জান্নাত মসজিদের ভেতরে এক রুদ্ধদ্বার বৈঠক করে শনিবারের ঢাকামুখী হেফাজত ইসলামের লংমার্চকে সমর্থন দিয়ে সংগঠনটির সকল কাজে সহায়তার আশ্বাস দেন শামীম ওসমান। তবে ওই সভাতে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়নি।

সভায় নারায়ণগঞ্জ হেফাজতে ইসলাম কমিটির আহ্বায়ক শহরের ডিআইটি মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়ালসহ নগরীর প্রায় সব মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। সেখানে আরো বক্তব্য দেন বাগে জান্নাত মসজিদের ইমাম মাওলানা আবদুল মতিন।

ওই বৈঠকে শামীম ওসমান বলেন, “চাষাঢ়ায় শহীদ মিনারে আজানের সময়েও গান বাজনা করতে সাংস্কৃতিক জোট। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে ঈমান ও আকিদার আমল করতে হবে। মূর্তি আর নামাজের সময়ে গান বাজনা করতে দেয়া হবে না। বাম ধারার নেতারা এসব উস্কানীমূলক কাজ করছে।”

তিনি বলেন, “আমি আপনাদের পাশে আছি। আমি নেতৃত্ব চাই না। আমি আপনাদের পেছনে থাকতে চাই। আপনারা সাবধানে লংমার্চে যাবেন। আমি দেখবো কে আপনাদের বাধা দেয়।”

ওই সময়ে মাদ্রাসা ও মসজিদে গেটের সামনে জেলা যুবলীগ নেতা শাহ নিজাম, রবিউল, নাসিরসহ আরো একজন দাঁড়িয়ে ছিলেন। তাদের অনুমতি ছাড়া ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। কয়েকজন সাংবাদিককে ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে আটকে দেয়া হয়। এবং জানিয়ে দেয়া হয়, সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হবে না।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট