Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

বাংলাদেশ সিরিজে নেই মাহেলা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে খেলছেন না মাহেলা জয়াবর্ধনে। বাঁ হাতের মধ্যমা আঙুলে চোট নিয়ে আপাতত এ সিরিজের বাইরে থাকতে হচ্ছে লঙ্কান সাবেক এই অধিনায়ককে। বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে মাহেলার জায়গায় থিলান সামারাবীরাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল মাহেলার আঙুলে অস্ত্রোপচার করার কথা। শ্রীলঙ্কায় প্রথম শ্রেণীর ঘরোয়া আসরে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে ম্যাচে ক্যাচ লুফতে গিয়ে মাহেলা এ চোট পান গত রোববার। গতকাল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানায়, স্ক্যান রিপোর্টে মাহেলার আঙুলের অবস্থা ভাল নয়। আমরা রিপোর্টের  যাবতীয় ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব দেখে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।  বাংলাদেশ সিরিজে মাহেলা খেলতে পারবে বলে মনে হয় না। ডাক্তাররা বলেছেন, সুস্থতা ফিরে পেতে মাহেলার ৬ সপ্তাহ লেগে যাবে। অস্ট্রেলিয়া সফরে ব্যাটে বাজে ফর্ম নিয়ে শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন সামারাবীরা।  তবে চলতি ঘরোয়া আসরে ব্যাট হাতে দুর্বার পাওয়া গেছে এ লঙ্কান মিডলঅর্ডারকে।  সিংহলিজ ক্লাবের হয়ে ৫ ইনিংসে জোড়া সেঞ্চুরিতে এখানে সামারাবীরার দ্বিতীয় সর্বাধিক রান। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে ফিটনেস ফিরে পেতে ব্যাট হাতে  নেটে নেমেছেন লঙ্কান টেস্ট রানের  অপর দশহাজারী কুমার সাঙ্গাকারাও। ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্টে ইনজুরিতে পড়া সাঙ্গাকারা আপাতত রয়েছেন হাল্কা ব্যাটিং অনুশীলনে। আগামী সপ্তাহে পুরোদস্তুর অনুশীলনে যোগ দেয়ার আশা  লঙ্কান সাবেক অধিনায়কের।  আর বাংলাদেশ সিরিজের আগে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে চলতি ঘরোয়া আসরেও খেলতে চান সাঙ্গাকারা। মধ্য ফেব্রুয়ারিতে শেষ রাউন্ডে নিজ দলের হয়ে মাঠে নামতে চাইছেন তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর গল টেস্টে সাঙ্গাকারার অনিশ্চয়তাটাও স্পষ্ট। সাঙ্গাকারা জানিয়েছেন, তার আঘাতের জায়গায় এখনও ব্যথা আছে। পূর্ণাঙ্গ সফরে আগামী ২৮শে ফেব্রুয়ারি বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় পৌঁছার কথা। মাসব্যাপী সফরে এখানে বাংলাদেশ দুটি টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট