Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

ধর্ষণ রুখতে মেয়েদের হাতিয়ার ছয় ইঞ্চির শিশি

 ইভটিচারদের ভয়ে এখন আর নারীদের ঘরে বন্দি হয়ে থাকতে হবে না। তার জন্য যতেষ্ঠ ছ-ইঞ্চির ছোট্ট একটা শিশি। তাতেই কাবু হতে পারে ইভটিজাররা। বর্ষবরণের রাতের আগে কলকাতায় এমনই স্প্রে-র রমরমা বাজার। ইভটিজার কাছে আসা মাত্রই একবার স্প্রে।। ব্যাস কম করে দু-ঘণ্টার জন্য কুপোকাত।  কলকাতায় মহিলারা কতটা নিরাপদ? এ নিয়ে বিতর্ক হতেই পারে। কারণ গত কয়েক মাসে কলকাতায় বিভিন্ন জায়গা থেকে উঠেছে একাধিক ধর্ষণের অভিযোগ। আর দিল্লিতে ধর্ষণের ঘটনা সেই আতঙ্ক বাড়িয়ে তুলেছে কয়েক গুণ।  পুলিশ, প্রসাশন নয়, নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদের হাতে রাখতে কলকাতার মহিলাদের সঙ্গী ছোট্ট এক টিনের শিশি। গোলমরিচ, লঙ্কার গুড়ো, আর নানা ধরনের রাসায়নিক মেশানো এক তরল।  একবার স্প্রে করলেই হল।  সঙ্গে সঙ্গে শুরু হবে চোখ জ্বালা আর কাশি । চলবে প্রায় দু ঘণ্টা।
প্রায় দুবছর আগে থেকেই মধ্য কলকাতার একটি দোকানে শুরু হয়েছিল এই ¯েপ্র বিক্রি। কিন্তু ইদানিং চাহিদা হঠাৎই কয়েকগুণ বেড়েছে। পুরুষরাও কিনছেন স্প্রে। তবে চাহিদা বেশি মহিলাদের মধ্যে। চারশো থেকে পাঁচশো টাকা খরচ করলেই মিলবে একটি স্প্রে-র শিশি। ন-বার স্প্রে করা যাবে। তবে একটু সাবধান। স্প্রে করার সময় অবশ্যই চেপে রাখতে হবে আপনার নিজের নাকটি।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট