Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

ওবামার চোখে জল

কান্নাজড়িত কণ্ঠে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আমাদের হৃদয় ভেঙে গেছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্রনায়ক এই অনুভূতি প্রকাশ করেন দেশটির কানেটিকাটের ঘটনায়। ওই অঙ্গরাজ্যে শুক্রবার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৮ জন নিহত হয়। শনিবার বার্তা সংস্থা রয়টার্স অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কানেটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক প্রাথমিক স্কুলে এ ঘটনা ঘটে। সরকারি স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত ছয় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, স্কুলে ঢুকে অ্যাডাম লানজা নামের ২০ বছর বয়সী একজন বন্দুকধারী গুলি ছুড়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম জঘন্য এ হত্যাযজ্ঞ ঘটান। বন্দুকধারী পরে গুলিতে আত্মহত্যা করেন।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর শুক্রবার হোয়াইট হাউস থেকে ওবামা টেলিভিশনে ভাষণ দেন। গভীর মনঃকষ্ট নিয়ে অশ্রুভরা চোখে ওবামা বলেন, ছোট্ট শিশুদের বাবা-মা, দাদা-দাদি, ভাই-বোন ও নিহত প্রাপ্তবয়স্কদের পরিবারগুলোর জন্য আজ আমাদের হৃদয় ভেঙে গেছে।

ওবামা বলেন, এর আগে গত কয়েক সপ্তাহে আমরা এ ধরনের দুঃখজনক বিপর্যয়ের ঘটনা অনেক সহ্য করেছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কমাতে কার্যকর পদক্ষেপের ঘোষণা দেন তিনি। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট