Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

বিদ্যার বিয়ে আজ

আজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বর্তমান সময়ে বলিউডের সর্বাধিক আলোচিত অভিনেত্রী বিদ্যা বালান। দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। বিয়ের প্রস্তুতি অনেক আগে থেকেই বিদ্যা ও সিদ্ধার্থের বাড়িতে চলছে জোরেশোরে। ১১ই ডিসেম্বর বিদ্যার বাড়িতে বিয়ের সংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যার বন্ধু ও কাছের আত্মীয়-স্বজন। বন্ধুদের সঙ্গে নিজের এই সংগীত উৎসবে বিদ্যা পারফরম করেন ‘উলালা’ গানটিও। এদিকে বিয়ের প্রস্তুতি বেশ ভালভাবেই শেষ করা হয়েছে দুই পরিবারের পক্ষ থেকে। বিয়ের আগেই কনের বেশে কয়েকটি ফটোশুটেও অংশ নিয়েছেন বিদ্যা। হীরার চেয়ে বিয়ের সাজে স্বর্ণকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বিদ্যা। বেশ কয়েক ধরনের সোনার গয়না ইতিমধ্যে তৈরি করা হয়েছে। অন্যদিকে বিদ্যার পছন্দের ডিজাইনার সব্যসাচী মুখার্জিও শেষ করেছেন বিদ্যাকে সাজানোর গুরুদায়িত্ব। বিয়ের জন্য সব্যসাচীকে দিয়ে ১৮টি  শাড়ি তৈরি করিয়েছেন বিদ্যা। তার মধ্যে দুটো শাড়ি আজকের বিয়ের সময় পরবেন। এই সবক’টি শাড়িই হাতে তৈরি। এদিকে বিয়ের জন্য গোটা ডিসেম্বর মাসটা ছুটি নিয়ে নিয়েছেন বিদ্যার বর সিদ্ধার্থ। অনুষ্ঠানের ক্ষেত্রে বিদ্যা তামিল আর সিদ্ধার্থ পাঞ্জাবি হওয়ায় আলাদা সংস্কৃতির কথা মাথায় রেখে একাধিক অনুষ্ঠান হচ্ছে। বিয়ের দিন আত্মীয়-স্বজন, বন্ধু এবং বলিউডের কয়েকজন তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিয়ের পরে রিসেপশনে আমন্ত্রণ জানানো হবে বন্ধু, বলিউডের একাধিক তারকা, রাজনীতিবিদ থেকে শুরু করে বিশিষ্ট জনদের। অন্যদিকে আজকের বিয়েতে সকালবেলা  ট্রাডিশনাল তামিল মতে বিয়ে হওয়ার পর পাঞ্জাবী মতে বিয়ে হবে বিদ্যা-সিদ্ধার্থের। তারপর বলিউডি কায়দায় হবে হাইপ্রোফাইল রিসেপশন। তবে তারা হানিমুন কোথায় করতে যাচ্ছেন তা এখনও জানা যায়নি।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট