Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

৭-এ বিশ্বসেরা মাহমুদুল্লাহ

ইলিয়াস সানি ও মাহমুদুল্লাহ রিয়াদের এই সিরিজ একটি বিশেষ মিল খুঁজে পাওয়া যায়। একজন দলে সুযোগটা টিকে ছিল শুধু সহ-অধিনায়ক বলেই। আরেক জন টেস্ট স্কোয়াডে থাকলেও জায়গা হয়নি মূল একাদশে। এমনকি নির্বাচকদের ঘোষিত ওয়ানডে স্কোয়াডেও ছিলেন না। তবে শেষ পর্যন্ত দুজনকেই সুযোগ দেয় ভাগ্য। আর নিজেদের প্রমাণ করতে যতটুকু দরকার তারা সেটা করছেনও। ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদের পুনর্জন্ম বলা চলে। আর সানির জন্য হারিয়ে যাওয়ার পথ থেকে ফিরে আসা। হঠাৎ করেই দলের ডাক পেয়ে চতুর্থ ওয়ানডেতে মাঠে নামেন। অসাধারণ বল করে দুটি উইকেট নিয়ে প্রমাণ করেন দলে তার গ্রহণযোগ্যতা। এমনকি বাংলাদেশ দলের সিরিজ জয়ে শেষ মুহূর্তে তার ব্যাটও অপরাজিত থাকে। অধিনায়ক মুশফিকুর রহীম মনে করেন তার দলের সেরা গ্যাংনাম নাচটা জানেন মাহমুদুল্লাহ রিয়াদই। আর শেষ পর্যন্ত ক্যারিবীয়দের সেই গ্যাংনাম নেচে মাহমুদুল্লাহই করেছেন বিজয়ের উল্লাস। গতকাল এই দুজনই দলের জয়ের উল্লাস করতে করতে ফিরেছেন হোটেলে। সকালে তারা নিজেদের সেই অনুভূতির কথা তুলে ধরেন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে। রিয়াদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আমি ওটা নিয়ে চিন্তাও করিনি। যেহেতু ৭-এ খেলি সবসময় বড় স্কোর করতে পারি না। দলে থাকি কনট্রিবিউটর ধরনের। এটা অনেকের নজরে পড়ে না। চেষ্টা করেছিলাম এই সিরিজে যেন ভাল কিছু করতে পারি।’ তবে মাহমুদুল্লাহ নিজেই জানতেন না তিনি ৭ নাম্বারে খেলতে নেমে তিনিও করেছেন বিরল রেকর্ড। বিশ্বের নাম্বার ৭-এ সেরা রান সংগ্রাহক এখন তিনি। তবে গতকাল তিনি দলের প্রয়োজনে নেমেছিলেন ৫ নাম্বারে। আত্মবিশ্বাস বেড়েছে ইলিয়াস সানিরও। বলেন, ‘টিমের বাইরে থেকেও নিজে দোয়া করেছিলাম যেন আমরা সিরিজ জিতি। টিমে এসে ভাল লাগছিল। আর টিম সিরিজ জেতায় অনেক ভাল লাগছে।’ তবে গতকাল সানির এক কাণ্ডে মাঠে হয়েছে একটি নাটকও। জয় পাওয়ার উল্লাস করতে হয়েছে দুবার। আর এই প্রসঙ্গে তিনি বলেন, ‘নাসির এমনভাবে মারছে আমি ভেবেছিলাম বল বাউন্ডারি হয়ে গেছে।’ তবে এ নিয়ে টিমমেটদের ঝাড়িও খেতে হয়েছে সানিকে। সানির কাছে যা ‘মধুর ঝাড়ি’।
৭ নম্বরে সেরা তিন
নাম     রান
মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ)     ১১৬০
শহিদ আফ্রিদি (পাকিস্তান)     ১০৪১
জেম্‌স হোপস (অস্ট্রেলিয়া)    ৯৪২

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট