Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

ফেনীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত-৪ : আহত-৩

সৌরভ পাটোয়ারী,ফেনী প্রতিনিধি, ৫ ডিসেম্বর :  ফেনী শহরের অদুরে ঢাকা-চট্রোগ্রাম মহাসড়কের পাগলা মিয়া সড়কের মাথায় কানভার্ট ভ্যান-সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে চালকসহ ৪ জন যাত্রী নিহত ও ৩ জন আহত হয়। বুধবার সকাল ৮ টায় এঘটনা ঘটে। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, সিএনজি চালক মোহম্মদ(২৮) ও বক্সগন্জ এলাকার ৩ অজ্ঞাত সিএনজি যাত্রী।
হাইওয়ে ওসি আবদুল কাদের জানান, ঢাকা-মেট্রো-চ-১১-৫৮০৭) কানভাট ভ্যানের চাপায় অটোটি দুমড়ে মুচড়ে যায়। যার ফলে নিহতদের করো নাম জানা যায়নি। দুপুর ১২ টার পরে নাম জানা যাবে।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট