Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

পাবনায় চাঁদাবাজিকালে গণপিটুনিতে ৪জন নিহত

 পাবনার ফরিদপুর উপজেলায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার পিটুনিতে নিহত হয়েছেন চারজন। নিহতরা সবাই চরমপন্থী সংগঠন জনযুদ্ধের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর উপজেলার বিল কালিয়ানি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ওই চরমপন্থী দলের সদস্যরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাইসহ নানাভাবে স্থানীয় জনগণকে হয়রানি করে আসছিল। সকালে কয়েকজন চরমপন্থী বিল কালিয়ানিতে চাঁদা চাইতে গেলে স্থানীয় মসজিদের মাইকে বিষয়টি প্রচার করে সাহায্য চাওয়া হয়। এরপর বিল কালিয়ানি, পাশের গ্রাম কালিয়ানি ও হাড়িয়ার মানুষ জড়ো হয়ে চরমপন্থী দলের সদস্যদের ঘিরে ফেলে পিটুনি দেয়।
এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে পুলিশ সুপার জানান। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। খলিল হোসেন (২২) নামের ওই ব্যক্তির বাড়ি ফরিদপুর উপজেলার ডেমরায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ মর্গে আনার ব্যবস্থা করছে বলে জাহাঙ্গীর হোসেন জানান।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট