Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

সন্তান প্রসবের পূর্বমুহূর্তে বিয়ে…

এ ধরনের ঘটনা বাস্তবে সচরাচর ঘটে না। তবে সিনেমা বা নাটকের মূল উপজীব্য হয়ে উঠেছে কালে-ভদ্রে। যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যের একটি হাসপাতালই সাজলো বিয়ে-বাড়ির সাজে। হাসপাতালের নার্সরাই বিয়ের সব তদারকি সারলেন। ওই হাসপাতালের অন্য রোগীরা বিয়ের সরঞ্জামের ব্যবস্থা করলেন। এর সঙ্গে আরও এক মাত্রা যোগ করে গিফট-সামগ্রীর একটি দোকান সবাইকে বিয়ের ভোজ করালো। বাস্তবে সিন্ডারেলার কল্প-কাহিনী মঞ্চস্থ হওয়ার চেয়ে কোন অংশে কম নয়। গত সপ্তাহের ঘটনা। অন্তঃসত্ত্বা এক নারী ও তার প্রেমিকের জীবনের বিশেষ দিন ছিল এটি। সন্তান প্রসবের মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি সাজলেন বিয়ের কনে। বর মাইকেল বোফ ও কনে সিনথিয়া রিজ। হাসপাতালে বিয়ে করবেন এমন কথা হয়তো কোন কনে স্বপ্নেও ভাববেন না। কিন্তু সিনথিয়ার কাছে এটাই ছিল সবচেয়ে উপযুক্ত ভেন্যু। ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে। তারপর সন্তান জন্মদান। এতো ধকলের পর বেশ ক্লান্ত ২৭ বছরের সিনথিয়া রসিকতায় ভরা উচ্ছ্বাসের সঙ্গে বললেন,  বিয়েতে সবকিছু বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। শিশুটিও যেন পৃথিবীতে এমনই একটি অভ্যর্থনা পেতে চেয়েছিল। খবর অনলাইন ইয়াহু নিউজের। ঘর মুছতে গিয়ে একটি ছোট দুর্ঘটনার কারণে সিনথিয়া নির্দিষ্ট সময়ের আগেই সন্তান জন্ম দেন। সিনথিয়া ও তার স্বামী বফ চেয়েছিলেন বিয়েটা আগেই সেরে ফেলতে। কিন্তু দুর্ঘটনার কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু শেষ ভালো যার, সব ভালো তার। বফ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সব ঠিক করলেন। কর্তৃপক্ষও সানন্দে রাজি হয়ে যায়। বিছানার চাদর কেটে তৈরি করা গাউনেই কনে সাজলেন সিনথিয়া। নার্সরা সবাই সাহায্য করলেন। একটা পয়সাও খরচ করতে হয়নি বর-কনেকে। পুরোটাই বহন করলো একটি গিফটের দোকানের মালিক। সবচেয়ে আবেগঘন মুহূর্ত এলো যখন ফুটফুটে সন্তানটি ভূমিষ্ঠ হলো। নবজাতকটির ওজন ৪ পাউন্ড ১২ আউন্স। সিনথিয়া ও বোফ এখন তাদের সন্তানকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট