Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

ট্রাভোল্টার গোপন ‘সমকামী’ প্রেম!

কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ার পাইলট গোটের্বা দাবি করেছিলেন, আশির দশকে হলিউডি অভিনেতা জন  ট্রাভোল্টার সঙ্গে গোপনে ছয় বছর ধরে সমকামী প্রেম চালিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি তাদের এই প্রেম নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন হলিউডি মিডিয়াগুলোকে। গোটের্বা দাবি করেছেন, তার সঙ্গে ট্রাভোল্টার প্রথম দেখা হয় ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে পাইলটের চাকরির একটি ইন্টারভিউয়ের সূত্রে। তাদের এই গোপন প্রেম শেষ হয় ১৯৮৬ সালে।  ট্রাভোল্টা তাকে অতিরিক্ত সন্দেহ করা শুরু করলে তার সঙ্গে সব সম্পর্কের ইতি ঘটান গোটের্বা। পরবর্তীতে ১৯৯২ সালে অভিনেত্রী কেলি পিয়ার্সকে বিয়ে করেন ট্রাভোল্টা। এই বিয়ের আগেই শেষবার নিজের সাবেক প্রেমিকের সঙ্গে তার দেখা হয় বলেই জানিয়েছেন গোটের্বা। গোটের্বার ভাষ্য অনুযায়ী, প্রেমের শুরুর দিনটির কথাও আমার মনে আছে। কারণ আমার কাছে ওই দিনের সব তথ্য সংরক্ষণ করা আছে। সেদিন মনটেরিতে উড়ে গিয়েছিলাম আমরা। একসঙ্গে দারুণ একটি ডিনার শেষে সেখানে এক বোতল মারলট ওয়াইন পান করি দু’জনে মিলে। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে ট্রাভোল্টা আমাকে একটি ম্যাসাজ সেশনের প্রস্তাব দেয়। আমি সানন্দে তার প্রস্তাবে রাজি হই। আমাদের সেই ম্যাসাজ সেশনটি দ্রুতই মিলনে রূপান্তরিত হয়। গোটের্বা আরও জানান, আমরা একসঙ্গে হাওয়াই, আমস্টারডাম এবং কেনিয়ায় বেড়াতে গেছি। আমাদের এই প্রেমের বিষয়টি সবার কাছ থেকে গোপন রাখতেই পছন্দ করতাম আমরা। এদিকে গোটের্বার এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানানো হয়েছে  ট্রাভোল্টার পক্ষ থেকে।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট