Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

দিল্লির মসনদে প্রথম বাঙালি

ভারতীয় পার্লামেন্টে আজ দেশটির প্রথম বাঙালি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। তিনি দেশটির ১৩তম প্রেসিডেন্ট। এরই মধ্য দিয়ে ভারতের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো। মঞ্চস্থ হলো এক বাঙালির শ্রেষ্ঠত্বের গল্প। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রধান বিচারপতি এএইচ কাপাডিয়া প্রণবকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোকসভার স্পিকার মীরা কুমার, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, ইউনিয়নের মন্ত্রিবর্গ, গভর্নর ও মুখ্যমন্ত্রীরা। আজই তিনি উঠে যান প্রেসিডেন্টের বাসভবনে। ভিলেজ থেকে এখন তার ঠিকানা প্রেসিডেন্ট ভবন। ভারতের বীরভূম গ্রামে জন্ম নেয়া সেদিনের প্রণব আজ ভারতের প্রেসিডেন্ট। গ্রামে জন্ম হওয়ার কারণে তিনি নিজেকে ‘ভিলেজ বয়’ মনে করেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তাকে প্রেসিডেন্ট পদে মনোনীত করার পর এনডিটিভি’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি নিজেকে ‘ভিলেজ বয়’ হিসেবে আখ্যায়িত করেন। গ্রামে জন্ম নেয়া একজন বাঙালি এই প্রথম ভারতের প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করলেন। তিনি কেবল বাঙালি তাই নয়, তিনি বাংলাদেশের নড়াইলের জামাই। এদিকে আজ শপথ নেয়ার আগে তিনি রাষ্ট্রপতি ভবনে বিদায়ী প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন। দেশটির জাতির পিতা মহাত্মা গান্ধী ও প্রয়াত শীর্ষ নেতাদের স্মৃতির প্রতি সম্মান জানান। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর তিনি বীরভূমিতে যান। সেখানে তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় তিনি একটি কালো রঙের শেরওয়ানি ও সাদা চুড়িদার পরেছিলেন। এরপর তিনি একে একে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিসৌধে যান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী কমল নাথ। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এদিকে আজ প্রতিভা পাতিলকে তুঘলক লেনে তার অস্থায়ী আবাসস্থলে পৌঁছে দেবেন প্রণব। পুনেতে অবসরের পর বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত তিনি এখানেই থাকবেন। এদিকে প্রেসিডেন্ট বাসভবনের নতুন বাসিন্দা প্রণবকে স্বাগত জানানোর সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আজ তাকে সেখানে স্বাগত জানানো হবে। গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী প্রেসিডেন্ট প্রতিভা পাতিলকে বিদায় জানানো হয়। উল্লেখ্য, প্রণব মুখোপাধ্যায় গত রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন। তিনি ৬৯.৩১ শতাংশ ভোট পান। আর সেখান থেকেই শুরু হয় আরও এক বাঙালির সাফল্যের জয়যাত্রা।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট