Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

খালেদা জিয়ার উমরাহ পালন

পবিত্র ওমরাহ পালন করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে তার সফরসঙ্গী, প্রবাসী বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি ওমরাহ পালন করেন। পবিত্র উমরাহ পালন শেষে খালেদা জিয়া দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন তার ছোট ভাই শামীম এস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমা, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান, দলের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী ও বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ। মারুফ কামাল খান জানান, আগামীকাল জেদ্দায় ওআইসি’র উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। এ উদ্দেশ্যে আজ রাতে তিনি রিয়াদ যাবেন। রিয়াদ কিং সৌদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আগামী ২১শে জুন রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট


One Response to খালেদা জিয়ার উমরাহ পালন

  1. billal

    June 19, 2012 at 4:01 pm

    গুনার কাজ করে ওমরাতে কি সব গুনা মাফ পাওয়া যায়।