Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

এক বছর পর আবার চলচ্চিত্রের শুটিংয়ে

 প্রায় এক বছর পর আবার চলচ্চিত্রের শুটিং করছেন বিন্দু। তবে কোন নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন না তিনি। ২০০৮ সালে শুরু হওয়া ‘এইতো প্রেম’ ছবিরই শুটিং করছেন। জুয়েল ও অলিভ আহমেদের প্রযোজনায়, সোহেল আরমানের পরিচালনায় ছবিতে বিন্দুর সঙ্গে অভিনয়ে আছেন শাকিব খান। জানা যায়, সমপ্রতি শাকিব খানের শিডিউল পাওয়া গেলেও বিন্দুর শিডিউল না পাওয়ায় ছবির শুটিং আটকে ছিল। আগামী জুন মাসে আবারও তিনি ছবির শুটিং করছেন। তাই সন্তুষ্ট ছবির নির্মাণ সংশ্লিষ্টরা। বিন্দু বলেন, শিডিউল সমস্যা মানে শুধু ছবির জন্য ক’টা তারিখ বের করে দেয়া নয়। আমার জন্য শিডিউল মানে একটি ভাল কাজ, ভাল মনমানসিকতার মধ্য দিয়ে শুটিং। তার ওপর প্রায় চার বছর হতে লাগলো, এ ছবির জন্য আমার নিজস্ব কন্টিনিউইটিও তো থাকতে হবে। তার ওপর হাতে অন্যান্য কাজও তো থাকে। হুট করে বললেই তো আর শিডিউল দেয়া যায় না। যাই হোক, সবকিছু মিলিয়ে এখন শিডিউল হয়েছে। দেখা যাক ছবিটি শেষ হয় কিনা! ‘এইতো প্রেম’ ছবিটি নিয়ে প্রথম থেকেই নানারকম আলোচনা-সমালোচনা হয়েছে। যেমন, প্রথমে ছবিতে অভিনয়ে শাকিব খানের সঙ্গে কেয়াকে জুটি করে সংবাদ সম্মেলন এবং মহরত করা হলেও পরে সেই জায়গায় কেয়াকে বাদ দিয়ে বিন্দুকে নেয়া হয়। পরিচালক সোহেল আরমান শাকিব খান ও বিন্দুকে নিয়েই ছবির শুটিং করতে যান মানিকগঞ্জে। সে সময় বেশ আলোড়ন তুলে হেলিকপ্টারে করে শুটিংয়ে গিয়েছিলেন শাকিব খান ও বিন্দু। কিন্তু তারপর তিনটি বছর চলে গেলেও ছবির শুটিং শেষ হয়নি। এর ফলে অস্থির হয়ে ওঠেন ছবির প্রযোজক। কারণ, ছবির খরচ এতো পরিমাণ হয়ে গেছে যে, আটকে থাকায় প্রতিনিয়ত ব্যয় আরও বেড়ে যাচ্ছে। এরই মধ্যে গত বছরের মাঝামাঝি সময়ে শাকিব খান তার পুরনো আটকে থাকা সব ছবির শুটিং শেষ করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং পূর্বের ছবির শুটিং প্রাধান্য দিয়ে শিডিউল করেন। তারপরও সবশেষ শাকিব খান শিডিউল দেয়ার পরও বিন্দুর শিডিউল না মেলাতে পারায় ছবির শুটিং আবারও কিছুদিন আটকে ছিল। আসছে জুন মাসে ছবিটির সম্পূর্ণ শুটিং শেষ হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। উল্লেখ্য, বিন্দু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পিরিতের দোকানদারি’।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট