Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

দুর্লভ ডেটিং

গত দুই বছর ধরে তারা এক সঙ্গে আছেন। ইরিনা শায়েকের সঙ্গে নিশ্চয়ই নিয়মিত ডেটিং হয় প্রেমিক ক্রিস্টিয়ানো রোনালদোর। কিন্তু প্রকাশ্যে দু’জনকে এক সঙ্গে খুব একটা দেখা যায় না। এবার সেই দুর্লভ দৃশ্যেরই দেখা মিললো মাদ্রিদে। চলতি সপ্তাহে এক রোমান্টিক নৈশভোজে দু’জনকে পরস্পরের বাহুবন্ধনে দেখা গেছে। তাদেরকে খুবই সুখী দম্পতি মনে হচ্ছিল। উচ্ছ্বসিত হাস্যরসে অন্যদের সঙ্গ উপভোগ করছিলেন তারা। ইরিনা শায়েকের বাহুবন্ধনে ২৭ বছর বয়স্ক রোনালদোকে বেশ গর্বিত ও সুখী দেখাচ্ছিল। ইরিনা খোলামেলা ও আবেদনময়ী ছোট পোশাক পরিহিত ছিলেন। পায়ের জুতা থেকে নিয়ে কাঁধের হালকা বাদামী রঙের ব্যাগসহ অপরূপ লাগছিল তাকে। পায়ের নিচের অংশ খালি থাকায় তা বেশ আবেদনময়ী ছিল। রোনালদো হাত দিয়ে বেষ্টন করে রেখেছিলেন এই রাশিয়ান মডেলকে। পোশাকে রোনালদোকে কেতাদুরস্ত দেখা যায়নি। জিন্সের সঙ্গে বর্ণিল টি-শার্ট পরিহিত ছিলেন রোনালদো। অনুষ্ঠানস্থলে এসে রোনালদো ইরিনার জন্য গাড়ির দরজা খুলে দেন। অনুষ্ঠানে বেশির ভাগ সময়ে দু’জনকে একত্রে নিমগ্ন থাকতে দেখা গেছে।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

LIKE US on FACEBOOK নিউজ সোর্স b24/মজ / ডেস্ট